ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্ল্যাহ পিয়াসের আদালতে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিতে কর্তব্যরত সাংবাদিকদের ওপর আইনজীবীদের হামলার ঘটনায় সময় টিভির সাংবাদিক আসিফ হোসাইন সিয়ামের আহত হওয়ার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) ও কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।
ল রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেছেন, এ ধরনের ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।
কোর্ট রিপোর্টার্স ইউনিটির এক বিবৃতিতেও এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।