গাজীপুর মহানগরীর পূবাইল নিমতলী রেল ব্রিজসংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে টঙ্গী-ভৈরব রেল রুটে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, ‘শনিবার সকালে গাজীপুর মহানগরীর নিমতলী রেলব্রিজ-সংলগ্ন এলাকায় রেললাইনে স্থানীয়রা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে পিংক কালার শার্ট ও কালো জ্যাকেট রয়েছে।