হোম > সারা দেশ > ঢাকা

দোহার ও নবাবগঞ্জ থানার দুই মামলায় ৭ দিনের রিমান্ডে সালমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম সাইফুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। 

সকালে সালমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে দুই মামলার তদন্ত কর্মকর্তা পৃথক পৃথক আবেদনে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে প্রত্যেক মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত দোহার থানার মামলায় তিন দিন এবং নবাবগঞ্জ থানার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

শুনানি শেষে রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা বলেন, সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এলাকায় নানা অপকর্ম ও আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকায় ছাত্র-জনতাকে হত্যাচেষ্টার অভিযোগে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া ৪ আগস্ট আন্দোলন চলাকালে ঢাকা জেলার দোহার থানা এলাকায় ছাত্রদের হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। 

এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেন, সালমান এফ রহমানের নির্দেশে কর্তব্যরত পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি ছোড়ে এবং বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ ঘটায়। এতে আন্দোলনকারীদের মধ্যে অনেকেই আহত হন। 

আবেদনে আরও উল্লেখ করা হয়, সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন এবং অন্ন্ আসামিদের গ্রেপ্তারের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন। 

উল্লেখ্য, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় রাতে সালমানকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়। আরও কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে