হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কামতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে সাকিব (১৭) ও একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে সিয়াম (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাকিব ও সিয়াম নামের দুই বন্ধু তালতলা এলাকা থেকে মোটরসাইকেলে করে ঘোড়াশালের দিকে যাচ্ছিলেন। কামতাল এলাকার দৃষ্টিনন্দন সড়কে পৌঁছার পর বিপরীত দিক আসা একটি ইট বোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে ছিটকে পড়েন তারা।

এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবের। গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর সিয়ামের মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করেছে পুলিশ।

নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন জানান, সিয়ামকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনার পর তাঁকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। ১৫ মিনিট হাসপাতালে চিকিৎসাধীন থাকার সিয়ামের মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রলিটি জব্দ করা হয়েছে।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার