হোম > সারা দেশ > ঢাকা

তিন দিনের মধ্যে জকসুর রোডম্যাপ চায় বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক ছাত্রসংসদ

জবি প্রতিনিধি 

ভাষাশহীদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা এবং রোডম্যাপ তিন কার্যদিবসের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। একই সঙ্গে গত ১৫ বছরের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ এবং ৯০ কার্যদিবসের মধ্যে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠন দুটি।  

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।  

সংবাদ সম্মেলনে উত্থাপিত অন্য দাবিগুলো হলো—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচার করা, আহত শিক্ষার্থীদের সব একাডেমিক ফি মওকুফ করা, গত ১৫ বছরের সব নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ করা এবং ৯০ কার্যদিবসের মধ্যে শ্বেতপত্র উপস্থাপন করা। এ ছাড়া, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করা ও তার অগ্রগতি প্রকাশ করা, ২০ কার্যদিবসের মধ্যে সব দুর্নীতির শ্বেতপত্র উপস্থাপন করা, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনকল্পে ১৫ দিনের মধ্যে হল দুটির নির্মাণকাজ শুরু করা, আবাসন বৃত্তি প্রদান ও আনুপাতিক বাজেট বরাদ্দ করা এবং সমাবর্তন আয়োজন করা।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন নাওয়ার জয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে চলমান বৈষম্য, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীরা। তবুও তারা যথাযথ প্রতিকার পাচ্ছে না। আমাদের উত্থাপিত দাবিগুলোর পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন এবং প্রশাসনের সর্বশেষ উদ্যোগের ভিত্তিতে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানাচ্ছি।’  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জকসুর জন্য অনেক সময় দিয়েছি। আমরা আর সময় দিতে চাই না। আমাদের দাবি না মানা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ যৌথভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দাবি আদায় করে নেবে। এ ছাড়া, আমরা আগামী সোমবার শিক্ষার্থীদের আবাসন, ফ্যাসিস্টদের বিচার ও জকসু নির্বাচনের দাবিতে পোস্টারিং করব। বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব।’  

সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্যসচিব কিশোর সাম্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সিফাত হাসানসহ উভয় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ