হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

করিমগঞ্জের ২ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই ওয়ার্ডের সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালতে তা গৃহীত হয়। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের সাময়িক বরখাস্ত করেছে। পাশাপাশি কেন তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, এ মর্মে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। তাঁরা কারণ দর্শানোর সন্তোষজনক জবাব না দিতে পারলে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।’

সাময়িক বরখাস্তকৃতরা হলেন—জাফরাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মতিউর রহমান ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহাগ মিয়া।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট টিসিবির ডিলার আব্দুল কুদ্দুস ও ট্যাগ অফিসার খায়রুল ইসলামকে সরকারি কাজে বাধা দান, মারধর দিয়ে জখম করা ও ভয় দেখানোর অভিযোগ ওঠে ইউপি সদস্য মো. মতিউর রহমান ও মো. সোহাগ মিয়ার বিরুদ্ধে। পরে জাফরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মো. আমির হামজা বাদী হয়ে গত ৩ আগস্ট করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করলে আদালতে তা গৃহীত হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট