হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিএনপি ভাইয়া আর আম্মা গ্রুপে বিভক্ত: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘আগামী কয়েক মাস দেশকে অস্থিতিশীল করার চেষ্টা শুরু হবে। যারা কখনো ভোটে নির্বাচিত হয়নি তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। কারণ বিএনপি কখনই ভোটে ক্ষমতায় আসতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আপনারা (বিএনপি) আপনাদের পলাতক নেতার নির্দেশে মাঠে লাফাচ্ছেন।’ 

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে শামীম ওসমান এসব কথা বলেন। এদিন সাবেক প্রশাসক আনোয়ার হোসেন বিদায় নেন ও চেয়ারম্যান চন্দন শীলসহ সদস্যদের হাতে দায়িত্ব দেওয়া হয়। 

শামীম ওসমান বলেন, ‘বিএনপি এখন দুটি ভাগে বিভক্ত। একটি ভাইয়া গ্রুপ আরেকটি আম্মা গ্রুপ। যাদের নেতা থাকেন লন্ডনে, তিনি সেখান থেকে নির্দেশনা দিচ্ছেন দেশে বোমাবাজি ও মানুষ হত্যা করতে। ভাইয়া গ্রুপ চায় না দেশে আগামী নির্বাচন হোক। তাদের টার্গেট ২০২৮ সাল। তাই এই সময়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।’ 

এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমাদের এই নারায়ণগঞ্জেও অনেকে নেতা হয়ে আস্ফালন দেখাচ্ছেন। বিএনপি নেতা তৈমূরের ভাই সাব্বিরকে হত্যা করা হয়েছিল মাদকের বিরুদ্ধে কথা বলায়। তারাই এখন নারায়ণগঞ্জে আস্ফালন দেখায়। নারায়ণগঞ্জকে বিশেষ ভাবে টার্গেট করা হয়েছে। তাদের প্রয়োজন লাশ।’ 

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বিদায়ী প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, নব চেয়ারম্যান চন্দন শীল সহ সদস্যরা। 

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু