হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে এবং আজ সোমবার সকালে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের লালের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এর মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। নিহত অপর ব্যক্তি মাহেন্দ্রচালক। তাঁর নাম মিলন মিয়া (২৩)। তিনি সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের কাদের মিয়ার ছেলে।

জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মাহেন্দ্র চালিয়ে গোয়ালন্দ ঘাট থেকে রাজবাড়ী যাচ্ছিলেন মিলন। পথে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের লালের ইটভাটার সামনে পৌঁছালে মাহেন্দ্রের চাকার নিচে কুকুর পড়ে। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাহেন্দ্রচালক মিলন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে একই স্থানে গতকাল রোববার রাতে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে। নিহত দুজনের মধ্যে এখনো একজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির