হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় ২২ মামলার আসামি গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২২ মামলার আসামি লিটন ওরফে রিটনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার চণ্ডিপাশা বড় আজলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার লিটন উপজেলার চালিয়াগোপ গ্রামের মুর্শিদ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার চালিয়াগোপ গ্রামের বাসিন্দা লিটনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়আজলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বেশির ভাগই চুরির মামলা। এর মধ্যে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু