হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

এই দেশে আর কোনো ফ্যাসিবাদ সরকারের ঠাঁই হবে না: মামুনুল হক

খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনসহ স্বৈরাচার শেখ হাসিনার আমলে তাঁর নির্দেশে হওয়া সকল হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতে হতে হবে। এ দেশে কোনো ফ্যাসিবাদ, জুলুমবাজ, কোনো স্বৈরাচারী সরকারকে মানুষ মেনে নেবে না।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবপুর ঈদগাহ মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও পথসভায় মামুনুল হক এ মন্তব্য করেন।

হেফাজত নেতা মামুনুল হক বলেন, ‘শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কঠোর আন্দোলনের মুখে ফ্যাসিবাদ ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এ দেশে শেখ হাসিনার নির্দেশে হেফাজতের অসংখ্য নেতা-কর্মী, অসংখ্য শিক্ষার্থী, আলেম ওলামাসহ বিভিন্ন পেশার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। আমরা কঠোর ভাষায় বলতে চাই, এই দেশে আর কোনো ফ্যাসিবাদ সরকারের ঠাঁই হবে না।’

বাংলাদেশ খেলাফত মজলিশ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও কেন্দ্রীয় সদস্য মাওলানা মহিউদ্দিন খান। এদিকে পথসভায় অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শত শত নেতা-কর্মী পথসভায় অংশ নেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট