হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

এই দেশে আর কোনো ফ্যাসিবাদ সরকারের ঠাঁই হবে না: মামুনুল হক

খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনসহ স্বৈরাচার শেখ হাসিনার আমলে তাঁর নির্দেশে হওয়া সকল হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতে হতে হবে। এ দেশে কোনো ফ্যাসিবাদ, জুলুমবাজ, কোনো স্বৈরাচারী সরকারকে মানুষ মেনে নেবে না।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবপুর ঈদগাহ মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও পথসভায় মামুনুল হক এ মন্তব্য করেন।

হেফাজত নেতা মামুনুল হক বলেন, ‘শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কঠোর আন্দোলনের মুখে ফ্যাসিবাদ ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এ দেশে শেখ হাসিনার নির্দেশে হেফাজতের অসংখ্য নেতা-কর্মী, অসংখ্য শিক্ষার্থী, আলেম ওলামাসহ বিভিন্ন পেশার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। আমরা কঠোর ভাষায় বলতে চাই, এই দেশে আর কোনো ফ্যাসিবাদ সরকারের ঠাঁই হবে না।’

বাংলাদেশ খেলাফত মজলিশ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও কেন্দ্রীয় সদস্য মাওলানা মহিউদ্দিন খান। এদিকে পথসভায় অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শত শত নেতা-কর্মী পথসভায় অংশ নেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির