হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে যুবককে পিটিয়ে হত্যা: ওয়ার্ড বিএনপি নেতা বহিষ্কার 

গাজীপুরের শ্রীপুরে চুরির অপবাদে যুবক ইসরাফিলকে (২৪) হত্যার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা কামরুল হাসান লিটনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ শনিবার রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম। 

বহিষ্কৃত মো. কামরুল হাসান লিটন (৪৫) উপজেলার শৈলাট গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। 

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৬ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে আমরা জানতে পারি, একজন নির্মাণ শ্রমিককে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে মারধরে তার মৃত্যু হয়েছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিষয়টি সাংগঠনিকভাবে খোঁজ খবর নিতে নির্দেশনা দেওয়া হয়। এরপর বিষয়টি নিশ্চিত হয়ে বহিষ্কার করা হয়েছে।’ 

তিনি আরও জানান, দল কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপরাধের দায় নিবে না এবং সংগঠন কোনো অপরাধকে সমর্থন করে না। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ ৭ জনের নামে থানায় হত্যা মামলা হয়েছে। নিহত যুবকের বাবা মো. নাছির বাদী হয়ে শ্রীপুর থানায় এ মামলা করেন। 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের নির্মাণশ্রমিক ইসরাফিলকে মসজিদের ব্যাটারি চুরির অপবাদে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। এরপর স্থানীয় শৈলাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে বিএনপির নেতার নেতৃত্বে হাত-পা বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন করা হয়। ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় তিনি।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট