হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

১৫ বছর পর ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

দীর্ঘ ১৫ বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার বেলা ৩টা ৫৫ মিনিটে তাঁর পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নাতনিসহ এসে ভোট দেন তিনি। 

এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান। 

তিনি জানান, ভোট গ্রহণ শেষ হওয়ার ৫ মিনিট আগে সাবেক রাষ্ট্রপতি তাঁর দুই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান তারেক কামালসহ তাঁর স্বজনেরা ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করেন। 

সবশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছিলেন আবদুল হামিদ। ওই নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

২০১৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতির শপথ নেন তিনি। দুই মেয়াদে দীর্ঘ ১০ বছরের বেশি সময় দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে তিনি ভোট দিতে পারেননি। গত বছর এপ্রিলে বিদায় নেন তিনি। 

এদিকে ২০১৩ সালে তিনি স্পিকার থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই আসন শূন্য হয়। পরে এই আসনে উপনির্বাচনসহ তিনবার সংসদ সদস্য হন তাঁর বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। রেজওয়ান এবারও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করেছেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির