হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

১৫ বছর পর ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

দীর্ঘ ১৫ বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার বেলা ৩টা ৫৫ মিনিটে তাঁর পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নাতনিসহ এসে ভোট দেন তিনি। 

এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান। 

তিনি জানান, ভোট গ্রহণ শেষ হওয়ার ৫ মিনিট আগে সাবেক রাষ্ট্রপতি তাঁর দুই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান তারেক কামালসহ তাঁর স্বজনেরা ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করেন। 

সবশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছিলেন আবদুল হামিদ। ওই নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

২০১৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতির শপথ নেন তিনি। দুই মেয়াদে দীর্ঘ ১০ বছরের বেশি সময় দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে তিনি ভোট দিতে পারেননি। গত বছর এপ্রিলে বিদায় নেন তিনি। 

এদিকে ২০১৩ সালে তিনি স্পিকার থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই আসন শূন্য হয়। পরে এই আসনে উপনির্বাচনসহ তিনবার সংসদ সদস্য হন তাঁর বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। রেজওয়ান এবারও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করেছেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট