হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় সহোদর ৩ বোন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সহোদর তিন বোন। ওই তিন বোনের নাম সুমাইয়া, সাদিয়া ও রাবিয়া। 

প্রায় একই রকম দেখতে এই তিন বোন উপজেলার সখীপুর পিএম পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের ছাত্রী। চলতি এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে তারা একসঙ্গেই পরীক্ষা দিচ্ছে। 

গতকাল শনিবার সকালে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালে তিন বোনের ছবিসহ সংবাদ প্রকাশ হয়। পরে মুহূর্তের মধ্যেই শুভেচ্ছা বাণীসহ ওই তিন বোনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। উপজেলাব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এসএসসি পরীক্ষার্থী তিন বোন। 

আজ রোববার দুপুরে তারা সখীপুর পিএম পাইলট গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হয়। এ সময় তাদের বাবা শফিকুল ইসলাম মেয়েদের কাছে ছুটে আসেন। বড়বোন সুমাইয়া ইসলাম বাবাকে আশ্বস্ত করেন, তিন বোনের পরীক্ষাই খুব ভালো হয়েছে।

সখীপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার তিন মেয়ে এরই মধ্যে কোরআনে হাফেজ হয়েছে। শিক্ষা জীবনের শুরু থেকেই তারা পড়াশোনায় অনেক মনোযোগী। মেয়েদের জন্য সকলের কাছে দোয়া চাই।’ 

সখীপুর পিএম পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ওই তিন বোন প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছিল। আশা করছি এবারের এসএসসি পরীক্ষায়ও তারা কৃতিত্বের সঙ্গে ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু