হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় গ্রেপ্তার ছাত্রলীগের দুই কর্মী কারাগারে

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে রাষ্ট্রবিরোধী ঝটিকা মিছিল করায় গ্রেপ্তার ছাত্রলীগের দুই কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে এই আদেশ দেওয়া হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা এলাকা থেকে হাসিবুল হাসান শান্ত (২৪) এবং সাইফুল ইসলাম শাওন (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা দুজনেই ডেমরার ওরিয়েন্টাল স্কুল রোড এলাকার বাসিন্দা ও ছাত্রলীগের কর্মী।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর সকালে ডেমরার বড়ভাঙ্গা এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা-৫ আসনের সাবেক এমপি মশিউর রহমান মোল্লা সজলের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করেন। পুলিশ গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা দ্রুত সরে পড়েন। পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করা হয়।

ঘটনার পর ১৮ নভেম্বর রাতে ডেমরা থানায় পুলিশ বাদী হয়ে রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলা করে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘গ্রেপ্তার দুজন নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য হিসেবে উগ্রবাদী সহযোগীদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল জনমনে আতঙ্ক সৃষ্টি এবং প্রজাতন্ত্রের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা।’

ওসি জানান, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে