হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাজিতপুরে নতুন ভোটার ১০ হাজার ২৮৪ জন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাজিতপুরে নতুন ভোটার তালিকা হালনাগাদ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১০ হাজার ২৮৪ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৫৯৬ জন ভোটার কর্তন ও স্থানান্তর হন ৯১৩ জন। ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হন ১০ হাজার ২৮৪ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৮৭৬ জন আর মহিলা ৫ হাজার ৪০৮ জন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ৭৮ হাজার ১৭৮ জন। ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদ সংযোজন ও বিয়োজনে মোট ভোটার দাঁড়ায় ২ লাখ ১০ হাজার ৯৮২ জনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলায় ভোটার ছিল ২ লাখ ১৮ হাজার ৬৩ জন। বর্তমানে বাজিতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৭৫১ জন।

বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, গত মাসে উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে তালিকা হালনাগাদ করা হয়। এ সময় মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ ও ভোটার স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন হয়।

আহম্মদ আলী আরও বলেন, এরপরও যে কারও নির্বাচন অফিসে গিয়ে তথ্য-প্রমাণ দিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট