হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাজিতপুরে নতুন ভোটার ১০ হাজার ২৮৪ জন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাজিতপুরে নতুন ভোটার তালিকা হালনাগাদ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১০ হাজার ২৮৪ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৫৯৬ জন ভোটার কর্তন ও স্থানান্তর হন ৯১৩ জন। ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হন ১০ হাজার ২৮৪ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৮৭৬ জন আর মহিলা ৫ হাজার ৪০৮ জন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ৭৮ হাজার ১৭৮ জন। ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদ সংযোজন ও বিয়োজনে মোট ভোটার দাঁড়ায় ২ লাখ ১০ হাজার ৯৮২ জনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলায় ভোটার ছিল ২ লাখ ১৮ হাজার ৬৩ জন। বর্তমানে বাজিতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৭৫১ জন।

বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, গত মাসে উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে তালিকা হালনাগাদ করা হয়। এ সময় মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ ও ভোটার স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন হয়।

আহম্মদ আলী আরও বলেন, এরপরও যে কারও নির্বাচন অফিসে গিয়ে তথ্য-প্রমাণ দিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে