হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাজিতপুরে নতুন ভোটার ১০ হাজার ২৮৪ জন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বাজিতপুরে নতুন ভোটার তালিকা হালনাগাদ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১০ হাজার ২৮৪ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৫৯৬ জন ভোটার কর্তন ও স্থানান্তর হন ৯১৩ জন। ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হন ১০ হাজার ২৮৪ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৮৭৬ জন আর মহিলা ৫ হাজার ৪০৮ জন।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ৭৮ হাজার ১৭৮ জন। ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদ সংযোজন ও বিয়োজনে মোট ভোটার দাঁড়ায় ২ লাখ ১০ হাজার ৯৮২ জনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর উপজেলায় ভোটার ছিল ২ লাখ ১৮ হাজার ৬৩ জন। বর্তমানে বাজিতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৭৫১ জন।

বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, গত মাসে উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে তালিকা হালনাগাদ করা হয়। এ সময় মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ ও ভোটার স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন হয়।

আহম্মদ আলী আরও বলেন, এরপরও যে কারও নির্বাচন অফিসে গিয়ে তথ্য-প্রমাণ দিয়ে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১