আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত নৌকার দুই প্রার্থী ফরিদপুর-৪ আসনের কাজী জাফর উল্যাহ ও টাঙ্গাইল-২-এর তানভীর হাসানকে (ছোট মনির) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ বুধবার কমিটি তাঁদেরকে এই শোকজ নোটিশ দেয়।
জানা গেছে, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সনের এক লিখিত অভিযোগের ভিত্তিতে জাফর উল্যাহকে নোটিশ দেওয়া হয়।
নোটিশে জাফর উল্যাহকে আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে কমিটি।
অন্য দিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে টাঙ্গাইল-২ আসনে নৌকার প্রার্থী ছোট মনিরকে ১৮ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে নিজে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।