নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
গতকাল রাতে রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের অধিকাংশ ব্যক্তি দেশে-বিদেশে পলাতক অবস্থায় চলে যান। অনেকের নামে মামলা হয়। এরই মধ্যে অনেককে গ্রেপ্তার করা এবং রিমান্ডে নেওয়া হয়েছে।