রাজধানীর উত্তরায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় রাস্তা পারাপার হতে গিয়ে এক যুবক আহত হয়েছেন। তবে তাঁর পরিচয় জানা যায়নি।
ঢাকা-গাজীপুর মহাসড়কের উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিন মোড়ে গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ওই সময় জসিম উদ্দিন মোড়ে দায়িত্ব পালন করছিলেন উত্তরা-১ নম্বর সেক্টরের নিরাপত্তাকর্মী এনামুল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জসিম উদ্দিনের ১ নম্বর সেক্টরের প্রবেশ গেটে ডিউটি করছিলাম। হঠাৎ বিকট শব্দে বাসের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। ওই সময় সেখান থেকে গাড়ির গ্লাস ভেঙে এক টুকরো কাচ আমার দিকে ছুটে আসে।’
জসিম উদ্দিনের উত্তরা টাওয়ারের নৈশপ্রহরী মো. এনায়েত বলেন, ‘আমি টাওয়ারের নিচে ডিউটিতে ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ হলে আমি ও আমার সঙ্গের আরেকজন নিরাপত্তার জন্য ভবনের পিলারের আড়ালে চলে যাই। পরে দেখি এক লোক পায়ে আঘাত পাইছে।’
ঘটনাস্থলে থাকা পুলিশের একজন সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় তাঁর পায়ের মধ্যে ককটেল বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। তবে কপাল ভালো ককটেলের ভেতরে তেমন কোনো স্প্লিন্টার বা তারকাঁটা ছিল না।’
ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায় ডিএমপির উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিনকে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জসিম উদ্দিনের বিআরটি উড়াল সড়ক থেকে নিচে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহতের খবর পাওয়া যায়নি।’