হোম > সারা দেশ > ফরিদপুর

বৈষম্যবিরোধী নেত্রী বর্ষা ‘পাগল হয়ে গেছে’, ফেসবুক লাইভে সাগর কাজী

ফরিদপুর প্রতিনিধি

বৈশাখী ইসলাম বর্ষা–সাগর কাজী। ছবি: সংগৃহীত

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলা মামলার আসামি অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভ করেছেন। লাইভে তিনি ভুক্তভোগীর (বৈশাখী ইসলাম) মাথা খারাপ ও বিএনপি নেতার প্রতি ক্ষোভ ঝেড়েছেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন সাগর কাজী। যদিও পরে ভিডিও সরিয়ে নিয়েছেন। তাঁর ফেসবুক আইডিতে উল্লেখ রয়েছে—৮ নম্বর ডাঙ্গী ইউনিয়ন শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল ও সাবেক ছাত্রদল নেতা নগরকান্দা। তিনি ওই ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের সাবেক ৭ নম্বর ইউপি সদস্য সেকেন কাজীর ছেলে।

১৭ মিনিটের ভিডিওতে নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদিউজ্জামান তারা মোল্যার উদ্দেশে সাগর কাজী বলেন, ‘যখন আপনার সাথে ব্যানার করলাম তখন চিনলেন, বিপদে পড়ছি-এখন চিনেন না।’ এ ছাড়া তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার উল্লেখ করে হামলার ঘটনায় তিনি জড়িত নন বলে দাবি করেন।

সাগর কাজী বলেন, ‘এখানে রাজনীতি করতেছে বদিউজ্জামান তারা মোল্যা। সে রাজনৈতিক ইস্যু করে ফেলছে। সে নিজে সেখানে উপস্থিত ছিলেন, নিজে সালিস করেছেন, তাকে অমান্য করে বৈশাখী।’

তিনি বলেন, ‘সে (বদিউজ্জামান তারা মোল্যা) আমাকে এখন চিনে না, আমাকে জড়িয়ে দিচ্ছে। আরে মিয়া আমারে চিনেন না, আপনার সাথে ব্যানার করলাম, বিএনপির যখন ব্যানার করলাম, আপনি তখন চিনেন। ঘণ্টার পর ঘণ্টা আমার সাথে যোগাযোগ করেছেন। এখন আমি বিপদে পড়েছি, আমাকে চিনেন না। আমার ওপরে দোষ চাপিয়ে দিচ্ছেন কেন?’

সাগর কাজী বলেন, ‘তারা মোল্যা সেদিন বলেছেন—বিএনপির কোনো লোক ছিল না ওখানে, কিন্তু সব তারা মোল্যার লোকজনই ছিল। তারা মোল্যা শেল্টার দিয়ে সবকিছু করাইছেন।’

মারধরের বিষয়ে অস্বীকার করে সাগর বলেন, ‘আমি আর আব্বু নাকি পিটাইছি, একটা মানুষকে যদি ২০-২৫ মিনিট পেটানো হয়, তাহলে তার এক সপ্তাহ হাসপাতালে থাকা উচিত। আমাদের পরিবারের ব্যাকগ্রাউন্ড নষ্ট করার জন্য মিথ্যা প্রচার করা হচ্ছে। প্রতিদিন আমার বাড়িতে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব আসতেছে।’

এ সময় সাগর কাজী ভুক্তভোগীর উদ্দেশে বলেন, ‘ও নষ্ট মেয়ে। এখনো সমন্বয়ক পরিচয় দিয়ে মিথ্যা প্রচারণা করে যাচ্ছে, হুমকি-ধমকি দিচ্ছে। একবার বলতেছে বিএনপি, আরেকবার বলতেছে আওয়ামী লীগ হামলা করছে, ওর মাথা পাগল হয়ে গেছে।’

ফেসবুক লাইভের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা বদিউজ্জামান তারা মোল্যা বলেন, ‘ও আমাকে আর বৈশাখীকে নিয়ে যেসব কথা বলেছে, তাহলে বোঝেন কেমন লোক। কারণ, সাগর যুবলীগ নেতা ফরহাদের লোক। ওরা এখনো চাচ্ছে যে বিএনপিকে কীভাবে হেনস্তা করা যায়। আমার দল করলে অবশ্যই চিনতাম। ওদের আমার দলে মিশিয়ে তো আমি দল থেকে বহিষ্কার হতে চাই না।’

এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার ভবুকদিয়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষাকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে সাগর কাজী, তাঁর বাবা সেকেন কাজীসহ ওই বিএনপি নেতার সমর্থকদের বিরুদ্ধে।

ভুক্তভোগীর দাবি, নিজের ছোট বোনের উত্ত্যক্তকারীর বিচার চাইতে গিয়ে বিএনপি নেতা বদিউজ্জামান তারা মোল্যার নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়।

এ ঘটনার দুই দিন পর গতকাল রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বৈশাখী। মাথা ও গলা ব্যথা নিয়ে হাসপাতালটির মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এদিকে হামলায় অভিযুক্ত সাগর গ্রেপ্তার না হলেও এখন পর্যন্ত আটজন গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেলের অতিরিক্ত দায়িত্বরত) আসিফ ইকবাল বলেন, ‘এই ঘটনায় তিনটি মামলা হয়েছে। যার দুটির বাদী বৈশাখী ইসলাম বর্ষা এবং অপরটি পুলিশ বাদী হয়ে করেছে।’

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ