হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গাড়ি ভাঙচুর: গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ৩ জন কারাগারে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজহারুল আলম পান্না। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাজহারুল আলম পান্নাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ রোববার তাদের সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর–অগ্নিসংযোগ মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সদর উপজেলার বেদগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সদর থানায় সোপর্দ করা হয়।

গ্রেপ্তার অপর দুজন হলেন–আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সী ও কামাল হোসেন মোল্লা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) আমিনুর রহমান বলেন, ‘উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আলম পান্নাসহ তিন আওয়ামী লীগ নেতাকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর গত ১০ আগস্ট গোপালগঞ্জের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের নেতা কর্মীরা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে এই ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ ও ৩ হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে সদর থানায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মামলা করা হয়।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’