হোম > সারা দেশ > ঢাকা

সেপ্টেম্বরে চালু হচ্ছে ভূমি ভবন কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভূমি-সংক্রান্ত সেবাগুলো এক ছাদের নিচে দিতে তেজগাঁওয়ে ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ শেষে এখন দপ্তর স্থাপনের জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বর মাসে এই ভবনের উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। 

আজ বুধবার ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণের অগ্রগতি কাজ পরিদর্শন করে এ তথ্য জানান ভূমিমন্ত্রী। পরিদর্শনের সময় ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান, ভূমি ভবনের প্রকল্প নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খালেদ হোসেন, ভূমি সংস্কার বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাহিদা খানম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। 

 ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় পরিদর্শন করে এই মন্ত্রণালয়ের সেবাদানকারী সব দপ্তর ও সংস্থাকে একই ছাদের নিচে আনার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা অনুযায়ী অবশেষে শেষ হয়েছে যাবতীয় প্রস্তুতি। 

গণপূর্ত অধিদপ্তর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যৌথ তত্ত্বাবধানে দুটি বেজমেন্টসহ ১৩ তলা ভূমি ভবন কমপ্লেক্সটি ১৮০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এই ভবনে রয়েছে ৩২ হাজার ২০০ বর্গমিটার জায়গা। আছে ১৫০টি গাড়ি রাখার সুবিধা। ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল, বঙ্গবন্ধু কর্নার, কর্মজীবী মায়েদের সুবিধার্থে একটি ডে-কেয়ার সেন্টার ও একটি আধুনিক রেকর্ডরুম করা হয়েছে। স্থাপন করা হয়েছে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট। 

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি ভবন কমপ্লেক্সে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ডের অফিস স্থানান্তর করা হবে। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্পের কার্যালয়গুলোও এই ভবনে করা হবে। 

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই