হোম > সারা দেশ > ঢাকা

কেমিক্যাল গোডাউন স্থানান্তরে শিল্প মন্ত্রণালয়কে চাপ দেওয়া হচ্ছে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন স্থানান্তরে শিল্প মন্ত্রণালয়কে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার মেয়র হানিফ উড়াল সেতুর নিমতলী থেকে ফুলবাড়িয়া অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘কেমিক্যাল গোডাউন স্থানান্তরে শিল্প মন্ত্রণালয় থেকে প্রকল্প নেওয়া হয়েছে। আমাদের জানানো হয়েছিল যে, ডিসেম্বরের মধ্যেই এসব গোডাউন স্থানান্তর করা হবে। কিন্তু জানুয়ারি পার হয়ে গেল। এখানো স্থানান্তর করা হয়নি। আশা করছি, ফেব্রুয়ারিতেই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে। শ্যামপুর শিল্পাঞ্চলে সে লক্ষ্যে গুদামঘর করা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে স্থানান্তর হওয়ার কথা। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এসব গোডাউন স্থানান্তরে চাপ দিচ্ছি। স্থানান্তর হলে বিপজ্জনক কেমিক্যাল গোডাউনের ঝুঁকি থেকে পুরান ঢাকাবাসী মুক্তি পাবে।’

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আরও বলেন, মেয়র হানিফ ওড়ালসেতুর নিচের অবস্থা বেসামাল। এসব দখল মুক্ত করে উড়ালসেতুর নিচে সৌন্দর্যবর্ধন ও ব্যবহার উপযোগী পরিবেশ করা হবে। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। আমরা উড়াল সেতুর নিচের অংশকে আটটি অংশে বিভক্ত করেছি। আটটি অংশেই আমরা এখানে খুব দ্রুতই কাজ শুরু করব।’

এ সময় বাহাদুর শাহ পার্ক নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘বাহাদুর শাহ পার্ক নিয়ে ভ্রান্ত তথ্য দেওয়া হচ্ছে। আগে সেখানে মাদকাসক্তরা ছিল, ভবঘুরেদের আনাগোনা ছিল। সেখান থেকে পরিত্রাণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। যাদের ইজারা দেওয়া হয়েছে তাদের মাধ্যমেই আমরা পার্কটি পরিষ্কার রাখছি। মাদকাসক্ত ও ভবঘুরে মুক্ত রাখছি। আমরা এখন সেখানে বেষ্টনী দেব এবং দুটো ফটক রাখব।’ 

এর আগে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস সবুজবাগের মানিকদিয়া ক্লাব সংলগ্ন এলাকায় ৭৩ নম্বর ওয়ার্ডের জন্য অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব