হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচন কমিশনে সংখ্যালঘু প্রতিনিধি চায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সার্চ কমিটির মাধ্যমে গঠিত হতে যাওয়া নির্বাচন কমিশনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষে ন্যূনতম একজন প্রতিনিধি চায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। 

রানা দাশগুপ্ত বলেন, গোটা দেশ ও জাতি বর্তমানে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য গঠিতব্য নির্বাচন কমিশনের দিকেই তাকিয়ে আছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে যে অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে, তারা আগামী নির্বাচন নিরপেক্ষ ও পক্ষপাতহীন হয়, তার দিকে দৃষ্টি রেখে সর্বজনমান্য ব্যক্তিদের সমন্বয়ে দশ সদস্যবিশিষ্ট তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। 

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা অনুসন্ধান কমিটি এবং রাষ্ট্রপতির কাছে আকুল আবেদন জানাই, নির্বাচন কমিশনে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর পক্ষ থেকে যোগ্য এবং সর্বজনমান্য একজন প্রতিনিধি যাতে অন্তর্ভুক্ত হতে পারেন। বিষয়টিকে যথাযথ বিবেচনায় নিয়ে যেন তাদের অংশীদারত্ব-প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়।’ 

রানা দাশগুপ্ত বলেন, ‘বাংলাদেশের বিদ্যমান ভোটারদের মধ্যে অন্তত ১২ শতাংশ ভোটার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। এর আগে গঠিত নির্বাচন কমিশনগুলোতে এ সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব না থাকায়, নির্বাচনের আগে পরিস্থিতি যেমন তাঁদের বিবেচনায় আসেনি, তেমনি অন্তর্বর্তীকালীন পর্যায়েও নির্বাচনের তারিখ ও সময়সূচি নির্ধারণে তাঁরা এদের ধর্মীয় অনুভূতিকেও বিবেচনায় আনতে ব্যর্থ হয়েছেন। এ জন্য অনভিপ্রেত পরিস্থিতিরও মুখোমুখি হতে হয়েছে গোটা দেশ ও জাতিকে, যা কারও কাম্য নয়। আমরা এ অবস্থার অবসান চাই।’ 

এ ছাড়া সংবাদ সম্মেলনে সংগঠনের দশম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনে গৃহীত প্রস্তাবসমূহ সম্পর্কে আলোচনা করেন বক্তারা। এ সময় বক্তারা অধিবেশনে বিগত জাতীয় সংসদ নির্বাচনের শুরুতে সরকারি দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে জোর দাবি জানান। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও প্রমুখ। 

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১