হোম > সারা দেশ > রাজবাড়ী

বালিয়াকান্দিতে ট্রাক্টরের চাপায় কলেজছাত্র নিহত

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রাক্টরের চাপায় চয়ন মন্ডল (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা স্কুল সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন চয়নের মামাতো ভাই সৌমেন বিশ্বাস (১৭)। বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

চয়নের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বানীবহ গ্রামে। সে রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী। আহত সৌমেনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার দুপুরে চয়ন ও সৌমেন মোটরসাইকেল যোগে স্থানীয় ঢোলজানি বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন চয়ন এবং পেছনে বসে ছিল সৌমেন। ধর্মতলা স্কুলের কাছে গেলে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চয়ন মারা যান এবং সৌমেন গুরুতর আহত হয়।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু