হোম > সারা দেশ > রাজবাড়ী

বালিয়াকান্দিতে ট্রাক্টরের চাপায় কলেজছাত্র নিহত

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রাক্টরের চাপায় চয়ন মন্ডল (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা স্কুল সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন চয়নের মামাতো ভাই সৌমেন বিশ্বাস (১৭)। বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

চয়নের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বানীবহ গ্রামে। সে রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী। আহত সৌমেনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার দুপুরে চয়ন ও সৌমেন মোটরসাইকেল যোগে স্থানীয় ঢোলজানি বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন চয়ন এবং পেছনে বসে ছিল সৌমেন। ধর্মতলা স্কুলের কাছে গেলে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চয়ন মারা যান এবং সৌমেন গুরুতর আহত হয়।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই