হোম > সারা দেশ > রাজবাড়ী

বালিয়াকান্দিতে ট্রাক্টরের চাপায় কলেজছাত্র নিহত

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাটিবাহী ট্রাক্টরের চাপায় চয়ন মন্ডল (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের ধর্মতলা স্কুল সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন চয়নের মামাতো ভাই সৌমেন বিশ্বাস (১৭)। বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

চয়নের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বানীবহ গ্রামে। সে রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী। আহত সৌমেনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার দুপুরে চয়ন ও সৌমেন মোটরসাইকেল যোগে স্থানীয় ঢোলজানি বাজারে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন চয়ন এবং পেছনে বসে ছিল সৌমেন। ধর্মতলা স্কুলের কাছে গেলে বিপরীত দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চয়ন মারা যান এবং সৌমেন গুরুতর আহত হয়।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তুহিন আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন