হোম > সারা দেশ > ফরিদপুর

সদরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আকোটের চর ইউনিয়নের মণিকোঠা বাজারের পাশের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়।

নিহতরা হলো সদরপুর উপজেলার হানিফের ডাঙ্গী এলাকার আব্দুল গফফারের ছেলে রিমন (১৮) এবং সারেংডাঙ্গী এলাকার ইউনুস মাস্টারের ছেলে তামিম (১৭)।

অপর আহত হীরা (১৮) হানিফের ডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে একটি মোটরসাইকেল সদরপুর থেকে মণিকোঠায় যাচ্ছিল। পথে মণিকোঠা বাজারের পাশের সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তামিম, রিমন ও হীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠায়। এ সময় চিকিৎসক তামিম ও রিমনকে মৃত ঘোষণা করেন। অপর আহত হীরাকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, এ ঘটনায় সদরপুর থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির