হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভালো মানুষ না হলে বিএনপির সঙ্গে থাকতে পারবেন না: আবুল কালাম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে বিএনপি পরিবারের কর্মশালা। ছবি: আজকের পত্রিকা

ভালো মানুষ না হলে বিএনপির সঙ্গে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরের ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত থাকতে হলে প্রত্যেক নেতা-কর্মীকে সাধারণ মানুষের কাছে ভালো মানুষ হতে হবে। তা না হলে কেউ এই দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। কাউকে দলীয় কিংবা রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত রাখা হবে না। যদি কেউ এর ব্যত্যয় ঘটান, তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, সাবেক ভিপি মো. আজম মৃধা, সিঙ্গাপুর বিএনপির নেতা লাভলু রহমান মৃধা, শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম মৃধা, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, মিনহাজ মিয়া ও শহিদুর রহমান সিদ্দিকী, যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা জীবন, বিএনপির নেতা সোহাগ মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিক, ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওয়াজেদ মৃধা প্রমুখ।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ