হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ: মহাসড়ক অবরোধ, পুলিশ বক্স ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় আটকের পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলা হয়েছে। আজ বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেয় তারা। 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিএমপির বাসন থানার পুলিশ আটক করে। পরে রাতে তার দুই অভিভাবক থানায় এসে আর এ ধরনের অপরাধ করবে না এই মর্মে অঙ্গীকার করলে অভিভাবকদের জিম্মায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।’ 

‘পরে থানা থেকে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে তাদের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক বাসন থানায় হামলা চালিয়ে একটি পুলিশ বক্স ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় মহানগর পুলিশের দুজন কর্মকর্তা মাথায় আঘাত পান।’ 

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র গুজব ছড়িয়ে ভাঙচুর করা হয়েছে। পরে স্থানীয় কাউন্সিলর ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এলাকাবাসীকে বোঝানো হয়েছে। এরপর এলাকাবাসী রাস্তা থেকে সরে যায়।’ 

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব