হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ‘পরকীয়া প্রেমিকা গৃহবধূকে কুপিয়ে হত্যা’, বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক যুবক আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে সীমা বেগম (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কথিত পরকীয়া প্রেমিক ইমাম হোসেন (২০) দা দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তাঁকে আটক করেছে।

স্থানীয়রা জানান, ইমাম হোসেন আমবাগিচা বৌবাজার এলাকায় ভাড়া থাকেন। পাশের গৃহবধূ সীমা আক্তারের সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। ইমাম হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সীমার সঙ্গে দেখা করতে যান। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে সীমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ইমাম হোসেন। তখন সীমার চিৎকার শুনে আশপাশের লোকজন ইমাম হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। আহত সীমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ইমাম হোসেনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভিকটিমের সঙ্গে ইমাম হোসেনের ‘রিলেশন’ ছিল। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, ইমাম হোসেনের বাড়ি ভোলায়। সেখানকার একটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে স্নাতক পড়তে ঢাকায় এসেছেন।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ