হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ‘পরকীয়া প্রেমিকা গৃহবধূকে কুপিয়ে হত্যা’, বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক যুবক আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে সীমা বেগম (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কথিত পরকীয়া প্রেমিক ইমাম হোসেন (২০) দা দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তাঁকে আটক করেছে।

স্থানীয়রা জানান, ইমাম হোসেন আমবাগিচা বৌবাজার এলাকায় ভাড়া থাকেন। পাশের গৃহবধূ সীমা আক্তারের সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। ইমাম হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সীমার সঙ্গে দেখা করতে যান। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে সীমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ইমাম হোসেন। তখন সীমার চিৎকার শুনে আশপাশের লোকজন ইমাম হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। আহত সীমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ইমাম হোসেনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভিকটিমের সঙ্গে ইমাম হোসেনের ‘রিলেশন’ ছিল। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, ইমাম হোসেনের বাড়ি ভোলায়। সেখানকার একটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে স্নাতক পড়তে ঢাকায় এসেছেন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক