হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় নৌকার সমর্থক নিহত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় নৌকা প্রতীকের প্রচার ক্যাম্পে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নৌকা প্রতীকের এক সমর্থক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 
 
অভিযোগ উঠেছে, মুন্সিগঞ্জ ৩ আসনের কাঁচি প্রতীকের সমর্থক ও মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারীর ছোট ভাই সিপন হোসেন ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছেন। 

নিহত ব্যক্তির নাম ডালিম সরকার (৩৫)। তিনি মুন্সিকান্দি গ্রামের নুর হোসেন সরকারের ছেলে। ডালিম নৌকা প্রতীকের সমর্থক ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, বুধবার রাত ১২টার দিকে ওই এলাকায় নৌকার প্রচার ক্যাম্পের পাশের একটি দোকানে বসে ছিলেন ডালিম, সোহেলসহ কয়েকজন। এ সময় কাঁচি প্রতীকের সমর্থক রিপন হোসেনের ভাই সিপন ও সোহাগের নেতৃত্বে ১০ জনের একটি দল নৌকার ক্যাম্পে হামলা করে। পরে দোকানে গিয়ে ডালিমকে গালিগালাজ করতে থাকে। সেখানে সোহেলকে পেটান সিপন ও তাঁর সহযোগীরা। একপর্যায়ে ডালিম ও সোহেলকে লক্ষ্য করে শটগান দিয়ে গুলি চালান সিপন। এতে গুলিবিদ্ধ হন ডালিম। তাঁকে উদ্ধার করে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 
 
এ বিষয়ে মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহাসিনা হক আজকের পত্রিকাকে বলেন, ‘সিপনেরা কাঁচি প্রতীকের প্রার্থীর সমর্থক। নির্বাচনে প্রভাব বিস্তার করতে গত কয়েক দিন ধরে চেয়ারম্যান রিপন হোসেন ও আওয়ামী লীগ নেতা ফরহাদ খাঁ বিভিন্ন এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করেছে। তাদের লোক দিয়ে এলাকায় ঝামেলা তৈরি করছিল। গতকাল রাতে রিপনের ভাই সিপনরা নৌকার ক্যাম্পে হামলা চালিয়ে একজনকে গুলি করে মারল। আমরা এই ঘটনার বিচার চাইছি।’ 

অভিযোগের বিষয়ে রিপন হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়। তাঁর ভাই সিপন হোসেনও এলাকাছাড়া। 

এ বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খায়রুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। মুন্সিগঞ্জ পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে এ দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ, গুলি, প্রচার ক্যাম্প ভাঙচুরসহ অন্তত ১৮-২০টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধে মুন্সিগঞ্জে পাঁচটি এবং গজারিয়ায় চারটি মামলা হয়েছে। হতাহতের শঙ্কায় ছিলেন এই আসনের ভোটাররা।

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২

ফুটপাত দখল, পথচারী রাস্তায়

হাদির ওপর হামলা: তীব্র নিন্দা ও বিচার দাবি রাজনৈতিক দলগুলোর

জুলাইয়ের মুখ হাদি গুলিবিদ্ধ, অবস্থা সংকটাপন্ন