হোম > সারা দেশ > গাজীপুর

ট্রেনে হামলাকারী ৫ ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে হামলার ঘটনায় রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গী থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গ্রেপ্তাররা হলেন—রিপন মিয়া (২২), রমজান হোসেন (২২), মো. আইমান (১৮), আসিফ দেওয়ান (২০) ও আরমান চৌধুরী (১৮)। 

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. পারভেজ রানা এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে দুটি চাকু, তিনটি খুর, একটি মোবাইল ও নগদ ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে। 

র‍্যাব-১ এর সিনিয়র এএসপি পারভেজ রানা বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার ট্রেনটি বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়। একপর্যায়ে ট্রেনটি থেমে যায়। তখন হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে দুর্বৃত্তরা ঢিল ছুড়তে থাকে। এতে কয়েকজন যাত্রী আহত হয় এবং অনেকেই আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন। 

একপর্যায়ে যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তাঁদের ছুরিকাঘাতে ট্রেনের স্টুয়ার্ডসহ কয়েকজন যাত্রী আহত হয়। এ ঘটনায় পর দিন শুক্রবার কর্ণফুলী কমিউটার ট্রেনের স্টুয়ার্ড বাদী হয়ে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করেন। 

তিনি বলেন, এ ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাকু, খুর ও একটি মোবাইলসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা