হোম > সারা দেশ > টাঙ্গাইল

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৮ লাখ টাকা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

শুক্রবার (১৩ জুন) রাত ১২টা থেকে শনিবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। ফাইল ছবি

ঈদের ছুটি শেষ হলেও এখনো ঢাকামুখী মানুষের চাপ অব্যাহত। ঈদের ১০ দিন পর সোমবার (১৬ জুন) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে রাজধানীমুখী মানুষের যাত্রা অব্যাহত রয়েছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি বলে জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার করেছে, যেখানে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৪ জুন) রাত ১২টা থেকে রোববার (১৫ জুন) রাত ১২টা পর্যন্ত সময়কালে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ১৮৯টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। অন্যদিকে, ঢাকাগামী ২২ হাজার ৮০০টি যানবাহন পার হয়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য উভয় পাশে দুটি করে আলাদা বুথের ব্যবস্থাও রয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি