হোম > সারা দেশ > গাজীপুর

র‍্যাবের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে র‍্যাবের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে টঙ্গীর বনমালা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। আহত দুজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় দুটি কিশোর গ্যাং গ্রুপের ১৩ সদস্যকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মো. আলম (২৪), রানা মিয়া (২৩), সজল (২৭), বাবু মিয়া (৩০), রকিবুল হাসান (২৫), ইউসুফ (৩০), আসিফ উদ্দিন (২৬), সায়েম আহম্মেদ শাওন (১৮), আসিফ শাহরিয়ার (২৬), রাজিব হাসান (৩০), সোহেল (৩৩), সালাউদ্দিন (৩৬) ও নাদিম (১৯)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি চাকু, দুটি রড ও তিনটি লাঠি জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১-এর (জেসিও) নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার বিকেলে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় অন্তু ও সোহেল গ্রুপের সদস্যরা সংঘাতে জড়াতে পারে এমন খবর পায় র‍্যাব। পরে র‍্যাবের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায় কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। এতে র‍্যাবের দুজন সদস্য আহত হন। পরে ছুড়ি, লাঠি, রডসহ ১৩ জনকে আটক করা হয়।

বুধবার রাতে র‍্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, র‍্যাবের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ১৩ জনকে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব