হোম > সারা দেশ > গাজীপুর

র‍্যাবের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে র‍্যাবের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে টঙ্গীর বনমালা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। আহত দুজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় দুটি কিশোর গ্যাং গ্রুপের ১৩ সদস্যকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মো. আলম (২৪), রানা মিয়া (২৩), সজল (২৭), বাবু মিয়া (৩০), রকিবুল হাসান (২৫), ইউসুফ (৩০), আসিফ উদ্দিন (২৬), সায়েম আহম্মেদ শাওন (১৮), আসিফ শাহরিয়ার (২৬), রাজিব হাসান (৩০), সোহেল (৩৩), সালাউদ্দিন (৩৬) ও নাদিম (১৯)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি চাকু, দুটি রড ও তিনটি লাঠি জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১-এর (জেসিও) নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার বিকেলে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় অন্তু ও সোহেল গ্রুপের সদস্যরা সংঘাতে জড়াতে পারে এমন খবর পায় র‍্যাব। পরে র‍্যাবের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায় কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। এতে র‍্যাবের দুজন সদস্য আহত হন। পরে ছুড়ি, লাঠি, রডসহ ১৩ জনকে আটক করা হয়।

বুধবার রাতে র‍্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, র‍্যাবের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ১৩ জনকে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১