গাজীপুর জেলা কারাগারে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরা মুক্তির জন্য বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারাগারে এই বিদ্রোহ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়া হয়। তাতে ১৬ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন বন্দী ও তিনজন কারারক্ষী রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক মাকসুদা আজকের পত্রিকাকে বলেন, কারাগারে বন্দীরা বিদ্রোহ করেছেন। তাতে ১৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারও মাথা, কারও চোখ, কেউবা পায়ে আঘাত পেয়েছেন। তাঁদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন বন্দী ও তিনজন কারারক্ষী রয়েছেন।