হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর কারাগারে বন্দীদের বিক্ষোভ, রাবার বুলেটে আহত ১৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা কারাগারে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরা মুক্তির জন্য বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারাগারে এই বিদ্রোহ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোড়া হয়। তাতে ১৬ জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন বন্দী ও তিনজন কারারক্ষী রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা কারাগারে অবস্থান নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন কারাগারে বন্দীদের বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারে বন্দীরা জানতে পারেন। এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার আসামিদের মুক্তি দিলে সেখানে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরাও মুক্তির দাবি জানান। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়া হয়।

এ বিষয়ে গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক মাকসুদা আজকের পত্রিকাকে বলেন, কারাগারে বন্দীরা বিদ্রোহ করেছেন। তাতে ১৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারও মাথা, কারও চোখ, কেউবা পায়ে আঘাত পেয়েছেন। তাঁদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন বন্দী ও তিনজন কারারক্ষী রয়েছেন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা