হোম > সারা দেশ > গাজীপুর

বাবার অটোরিকশায় চাপা পড়ে শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বাবার অটোরিকশার নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার কাশিজলী গ্রামে অটোরিকশাচালক নাছির উদ্দিনের বাড়িতে ওই ঘটনা ঘটে।

নিহত এক বছর বয়সী শিশু এনায়েত উল্লাহ কাশিজলী গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে। 

স্থানীয় লোকজন জানান, প্রতিদিনের মতো বুধবার দুপুরে নাছির উদ্দিন অটোরিকশা বাড়ির পাশে রেখে খাবার খেতে যান। খাওয়া শেষে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটি তাঁর রিকশার নিচে পড়ে যায়। পরে দ্রুত তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান নাছির। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা যায়। 

বরমী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন বলেন, অসাবধানতায় বাবার অটোরিকশার নিচে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এ বিষয়ে থানা-পুলিশকে কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার