হোম > সারা দেশ > ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

দুর্ঘটনার আশঙ্কায় আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ছবি: আজকের পত্রিকা

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদীতে সৃষ্টি হয়েছে উত্তাল ঢেউ। ফলে দুর্ঘটনার আশঙ্কায় আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে, এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল থেকেই মানিকগঞ্জ জেলাসহ আশপাশের এলাকায় ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে নদীতে সৃষ্টি হয় প্রবল ঢেউ ও অস্থিরতা। যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্নালাল নন্দী জানান, ‘বাতাসের গতি বাড়ার পাশাপাশি বৃষ্টিপাত বাড়ছে। নদীতে ঢেউয়ের তীব্রতাও অনেক। ফলে সকাল সোয়া ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।’

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে নদ-নদীতে পানি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। এ অবস্থায় নদীপথে চলাচলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যাতায়াত সহজ করতে বিকল্প হিসেবে ফেরিগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: অভিযুক্ত গৃহকর্মীর আসল নাম-পরিচয় শনাক্ত

নরসিংদীতে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বিডিআর হত্যার তদন্ত প্রতিবেদনে আইজিপি বাহারুলের নাম, অপসারণের দাবিতে শাহবাগে পিন্টু সমর্থকেরা

কালীগঞ্জে ৪ করাতকলের মালিককে জরিমানা

মেজর জিয়াউলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ৭ দাবি

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি গৃহকর্মী

‘শান্তিচুক্তি’ ভেঙে ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে মেট্রোরেল কর্মীরা

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: বোরকা পরে ঢুকে স্কুলড্রেসে বেরিয়ে যান একজন, গৃহকর্মী বলে সন্দেহ