হোম > সারা দেশ > ঢাকা

বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, ঢাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার 

ঢাবি প্রতিনিধি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলায় পুলিশ পরিচয়ে চারজনের কাছে চাঁদা দাবি করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শাহবাগ থানা-পুলিশের হাতে আটক হয়েছেন ছাত্রলীগের দুই নেতা। পরে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে শাহবাগ থানা-পুলিশ। 

তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগের দুই নেতা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহসভাপতি রাজিব হোসাইন রবিন। 

শাহবাগ থানা-পুলিশ জানায়, বইমেলায় এই দুই ছাত্রলীগ নেতা পুলিশ পরিচয়ে ৯০০ টাকা দাবি করেন। পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে। 

দীপক বালা আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। মামলা করে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কোর্টে পাঠানো হয়েছে।’ 

কাদের কাছে চাঁদা চাওয়া হয়েছিল জানতে চাইলে দীপক বালা বলেন, ‘বইমেলায় থাকা দোকানগুলোতে চার জনের কাছ থেকে চাঁদা চেয়েছিলেন তাঁরা।’ তবে এগুলো কিসের দোকান সে তথ্য দেননি দীপক।

দুই গ্রেপ্তার সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫