ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, বিয়ে করতে যাবেন হেলিকপ্টারে করে। সেই ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়েই বিয়ে করতে গেলেন প্রবাসী বর সাজিদ খান (২৭)। হেলিকপ্টারে করেই বউকে বাড়ি নিয়ে এলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রামে হেলিকপ্টারে চরে কনের বাড়ির পাশে একটি ইটভাটায় নামেন বর সাজিদ খান। এ সময় হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী।
সেখান থেকে ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেট কারে কনের বাড়ি যান। এ ছাড়া সাতটি মাইক্রোবাসে শতাধিক বরযাত্রী যায় কনের বাড়ি।
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বারথাপুকুর চালা গ্রামের মৃত লোকমান খানের ছেলে প্রবাসী বর মো. সাজিদ খান। আর কনে মেঘনা খামারপাড়া গ্রামের নূরুল ইসলাম মেয়ে সুমাইয়া আক্তার সাইমা (১৮)।
বর সাজিদ খানের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত দূরত্ব ২৫-৩০ কিলোমিটার। শখ মেটাতে হেলিকপ্টারটি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করেছেন। প্রতি ঘণ্টার জন্য ব্যয় হয়েছে, প্রায় লক্ষাধিক টাকা।