হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে ইউপি সদস্য নির্বাচিত হলেন রানা আহম্মেদ দেলোয়ার 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে রানা আহম্মেদ দেলোয়ার (ফুটবল) সদস্য নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৮৮০ ভোট। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ হয়। 

রানা আহম্মেদ দেলোয়ারের নিকটতম প্রতিদ্বন্দ্বী অভয় ধর (তালা) পেয়েছেন ১৬২ ভোট। এ ছাড়া মো. চাঁন মিয়া (ক্রিকেট ব্যাট) ১৫৪ ভোট, প্রতীকে নব কিশোর মজুমদার (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ১০৮ ভোট পান। 

এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৯২ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৬৬ জন ও নারী ভোটার ১ হাজার ১২৬ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৩১৮ ভোটার। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীক নিয়ে রানা আহম্মেদ দেলোয়ার। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য হারুন-অর-রশীদ গত বছরের ১৬ ডিসেম্বর ট্রলার ডুবিতে নিহত হলে পদটি শূন্য হয়।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক-২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ