হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মিদুল হাসান মমিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

যুবক নিহত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ। তিনি বলেন, ‘গুরুতর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না।’ 

নিহত মিদুল হাসান মমিন কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে। এর আগে আজ বেলা ২টার দিকে নয়াপাড়া গ্রামের কাশেমপুর বাজারের আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের মামাতো ভাই আতিক হাসান বলেন, ‘আজ বেলা ২টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ির পাশে কাশেম বাজারে যান মিদুল। এ সময় বাজারের পাশে আমতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক দূরে ছিটকে পড়েন। রাস্তার পাশে থাকা একটি পুরোনো টেলিভিশনের গ্লাসে তাঁর গলা কেটে যায়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ পুলিশকে জানায়নি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের