হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মিদুল হাসান মমিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

যুবক নিহত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ। তিনি বলেন, ‘গুরুতর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না।’ 

নিহত মিদুল হাসান মমিন কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে। এর আগে আজ বেলা ২টার দিকে নয়াপাড়া গ্রামের কাশেমপুর বাজারের আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের মামাতো ভাই আতিক হাসান বলেন, ‘আজ বেলা ২টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ির পাশে কাশেম বাজারে যান মিদুল। এ সময় বাজারের পাশে আমতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক দূরে ছিটকে পড়েন। রাস্তার পাশে থাকা একটি পুরোনো টেলিভিশনের গ্লাসে তাঁর গলা কেটে যায়। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ পুলিশকে জানায়নি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট