হোম > সারা দেশ > ঢাকা

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভার থানা। ছবি: সংগৃহীত

সাভারে এক নারী কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির এক নেতার গাড়িচালক তাঁকে মারধর করেছেন। আজ রোববার সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। থাকেন সাভার থানা কোয়ার্টারে।

ইতি খানম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেল থেকে আমার ডিউটি ছিল। কালিয়াকৈর থানার উদ্দেশে আমি সাদা পোশাকে সাভার থানার সামনে থেকে একটি রিকশা নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম।

‘আমার রিকশা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের খুব কাছাকাছি চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই গাড়ির চালক বকাঝকা করতে থাকেন। আমি তাঁর আচরণের প্রতিবাদ করি এবং নিজের পরিচয় দিই।

‘পরিচয় দেওয়ার পরপরই ওই গাড়িচালক রড হাতে নেমে আমাকে বেধড়ক পেটাতে থাকেন। রডের আঘাতে আমার দুই পা জখম হয়। আমার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তিনি গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সাভার থানায় লিখিত অভিযোগ করি।’

ওই কনস্টেবল আরও বলেন, ‘শুনেছি ওই গাড়িচালকের নাম সোহেল বাবু। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়ি চালান।’

অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ওই গাড়িচালকের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে পৌর বিএনপির নেতা আহসান উল্লাহ বলেন, ‘ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। জানার পর ড্রাইভারকে ডেকে এনে শাসিয়েছি। থানা থেকে আমাকে কল দিয়েছিল, গিয়ে দেখি কী বলে।’

এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, ‘ঘটনাটি শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রী

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট