হোম > সারা দেশ > ঢাকা

কাকরাইলে তাবলীগের দুই পক্ষ মুখোমুখি, উত্তেজনা

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর কাকরাইলে তাবলীগের দুই পক্ষের মুখোমুখি অবস্থান। ছবি: সংগৃহীত

তাবলীগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে ফের উত্তেজনা তৈরি হয়েছে। রাজধানীর কাকরাইলে মারকাজ মসজিদে এক পক্ষ আরেক পক্ষকে হটিয়ে দখলে নেওয়ার চেষ্টা করছে।

আজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।

সেখানে পুলিশ কর্মকর্তারা জানান, কাকরাইল মসজিদের সামনে থেকে বিচারপতির বাসভবন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভিআইপি সড়কসহ আশপাশের বেশ কিছু এলাকায় রাস্তায় বসে পড়েছে সাদ অনুসারীরা। কাকরাইল এলাকায় ভোর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

২০১৭ সালের নভেম্বর তাবলীগ জামাতের দু’পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। সেদিন কাকরাইলে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ায় ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাঁদের কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থিরা ১২ মাসই নিজেদের দখলে রাখেন। সাদপন্থীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় হেফাজত সমর্থিত জুবায়েরপন্থিরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ দিন দিন তীব্র হচ্ছে। সেখানে দুই গ্রুপের জন্য দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব