হোম > সারা দেশ > রাজবাড়ী

বাজারের টাকা তোলা নিয়ে হিজড়াদের দুই গ্রুপে মারামারি

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

বাজারে টাকা উত্তোলনকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দির হিজড়াদের দুই গ্রুপে মারামারির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক গ্রুপের প্রধান সাদিয়া আক্তার বাদী হয়ে অপর গ্রুপের মোজাহার ওরফে সুমির বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। 

অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা পারভীন। 

আজ বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে। মোজাহার হিজড়া তাঁর ভাই ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মিলে সাদিয়া ও তাঁর দলের কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

বাদী সাদিয়া আক্তার বলেন, ‘সোনাপুর বাজারটি প্রায় ২০ বছর ধরে আমাদের নিয়ন্ত্রণে। আমরা বালিয়াকান্দির অনেক হিজড়া ওই বাজার থেকে টাকা তুলে জীবন-ধারণ করে থাকি। নিয়ম অনুযায়ী আজ আমরা সকালে টাকা তুলতে গেলে হিজড়া মোজাহার ওরফে সুমি তার দলবল নিয়ে প্রথমে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা তাদের গালিগালাজ না করার জন্য অনুরোধ করলে তারা আমাদের ওপর আরও বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে আমার বুকে, পিঠে ও মাজায় লাথি মারতে থাকে। আমার সঙ্গে থাকা হিজড়া সদস্য পরি এবং হ্যাপি ঠেকাতে গেলে তাদেরও বেদম মারধর করে তারা। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা আমাদের হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।’ 

সাদিয়া আরও বলেন, ‘বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাট মালিক পক্ষকে জানাই এবং বালিয়াকান্দি থানায় এসে একটি এজাহার দায়ের করি। এজাহারে মোজাহারসহ আরও তিনজনের নাম উল্লেখ করেছি। তাঁরা হলেন—গোলাপ (২৮), শাহিন (৪২) ও রুবেল (২৪)।’ 

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা পারভীন বলেন, ‘এ ঘটনায় হিজড়া সাদিয়া একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটি দেখে ওসি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।’

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক