হোম > সারা দেশ > ঢাকা

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন। গত ২৬ ডিসেম্বর নির্বাচন কমিশনের পাঠানো চিঠির বৈধতা চ্যালেঞ্জ ও এর কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে আবেদনে।

রিট আবেদনের সঙ্গে রুল জারিরও আরজি জানানো হয়েছে। আবেদনে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, গাইবান্ধার ডিসি, জেলা নির্বাচন কর্মকর্তাকে। 

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদে বলা হয়েছে আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এটি না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে আবারও ঘোষণা করতে হবে তফসিল। অথচ এখানে পুনরায় তফসিল ঘোষণা না করে নির্বাচন কমিশন ২৬ ডিসেম্বর একটি পত্র দিয়ে আগামী ৪ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যা সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদের লঙ্ঘন। এটি আরপিও ১৯৭২ এর লঙ্ঘন বলেও জানান তিনি। 

আগামীকাল বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানান ইউনুছ আলী। 

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে নির্বাচনের দিন নানা অনিয়মের ঘটনা ঘটে। পরে নির্বাচন বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন