হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে কেউ দগ্ধ না হলেও তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। 

আজ রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ কর্নগোপ এলাকায় এই ঘটনা ঘটে। সোহাগ পরিবহনের ওই বাসটিতে ব্রাহ্মণবাড়িয়াগামী ৪২ জন যাত্রী ছিলেন। আগুনের খবর পেয়ে সড়কের পাশে অবস্থিত এসএফ টেক্সটাইলের অগ্নি নির্বাপণ কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

বাসের যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর ১২টায় ঢাকার কমলাপুর থেকে সোহাগ পরিবহনের বাসটি যাত্রা শুরু করে। দুপুর ১টার দিকে রূপগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির ভেতর আগুন ধরে যায়। দ্রুত যাত্রীরা জানালা ভেঙে এবং গেট দিয়ে নামতে শুরু করেন। 

যাত্রীরা নামতে না নামতেই পুরো বাসে আগুন ধরে যায়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। তারা স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নিয়ে ফিরে যান। 

এসএফ টেক্সটাইলের কর্মকর্তা ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তার পাশে সোহাগ পরিবহনের বাস আগুনে জ্বলতে দেখে দ্রুত আমাদের নিজস্ব দমকল কর্মীদের পাঠাই। তারা ত্রিশ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।’ 

এদিকে বাসে আগুনের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। দুপুর ৩টার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। 

এই বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল করিম বলেন, আগুনে পুড়ে যাওয়া বাসটি সড়কের এক পাশে রাখা হয়েছে। আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত চলছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার