হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে কেউ দগ্ধ না হলেও তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। 

আজ রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ কর্নগোপ এলাকায় এই ঘটনা ঘটে। সোহাগ পরিবহনের ওই বাসটিতে ব্রাহ্মণবাড়িয়াগামী ৪২ জন যাত্রী ছিলেন। আগুনের খবর পেয়ে সড়কের পাশে অবস্থিত এসএফ টেক্সটাইলের অগ্নি নির্বাপণ কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

বাসের যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর ১২টায় ঢাকার কমলাপুর থেকে সোহাগ পরিবহনের বাসটি যাত্রা শুরু করে। দুপুর ১টার দিকে রূপগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির ভেতর আগুন ধরে যায়। দ্রুত যাত্রীরা জানালা ভেঙে এবং গেট দিয়ে নামতে শুরু করেন। 

যাত্রীরা নামতে না নামতেই পুরো বাসে আগুন ধরে যায়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। তারা স্থানীয় ফার্মেসিতে চিকিৎসা নিয়ে ফিরে যান। 

এসএফ টেক্সটাইলের কর্মকর্তা ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তার পাশে সোহাগ পরিবহনের বাস আগুনে জ্বলতে দেখে দ্রুত আমাদের নিজস্ব দমকল কর্মীদের পাঠাই। তারা ত্রিশ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন।’ 

এদিকে বাসে আগুনের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। দুপুর ৩টার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। 

এই বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল করিম বলেন, আগুনে পুড়ে যাওয়া বাসটি সড়কের এক পাশে রাখা হয়েছে। আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত চলছে।

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩