হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

যৌন হয়রানির প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে আহত

স্ত্রীকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। আজ শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারগাঁও চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে হোসনে আরা নামের ওই নারী নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হোসনে আরা উপজেলার সাদিপুর ইউনিয়নের বারগাঁও চৌধুরীপাড়া গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী। তাঁর স্বামী ব্যবসায়িক কাজে খুলনায় থাকেন। এ সময় তিনি রাস্তায় বের হলে ওই গ্রামের মোতা মিয়ার ছেলে দ্বীন ইসলাম প্রতিনিয়তই তাঁকে কুপ্রস্তাব দেন। বিষয়টি নিয়ে কয়েকবার প্রতিবাদ করলেও তিনি বাড়ি থেকে বের হলেই এর শিকার হন। পরে স্বামী বাড়িতে আসার পর বিষয়টি তাঁকে জানান হোসনে আরা। আজ শনিবার সকালে তাঁর স্বামী এ ঘটনার প্রতিবাদ করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই জেরে অভিযুক্ত দ্বীন ইসলাম, তাঁর ভাই আক্কাস আলী, শাহাব উদ্দিন, ইমন একত্র হয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে বাড়িঘরে ভাঙচুর চালান। এতে বাধা দেওয়ায় তাঁর স্বামী শহীদুল ইসলামকে পিটিয়ে আহত এবং তাঁকে শ্লীলতাহানি করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দ্বীন ইসলাম এই বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন