হোম > সারা দেশ > ঢাকা

যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের সাবেক শিক্ষার্থী শেখ আবির হোসেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক কফিশপে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাহীন খান। তিনি (আবির) বর্তমানে টেক্সাসে লামার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত ছিলেন।

শাহীন খান ফেসবুকে লিখেন, ‘অত্যন্ত সহজ-সরল অথচ মেধাবী ছাত্র আবির। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন। বিসিএসসহ অন্য কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেননি। কিছুদিন বেসরকারি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও পরবর্তীতে ব্র্যাকে গবেষণা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ছিলেন। অনেকটা অভিমান নিয়েই এই বছরের জানুয়ারিতে আবির আমেরিকায় পাড়ি দেন উচ্চশিক্ষা ও উন্নত জীবনের আশায়। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণ হলো না। আতাতায়ীর গুলি কেড়ে নিল তাঁকে। আমরা হারালাম অত্যন্ত বিনয়ী, ভদ্র ও সুন্দর মনের সম্ভাবনাময়ী এক প্রিয় ছাত্রকে, পরিবার হারালো তাঁদের প্রিয়জনকে।’

শাহীন খান আরও লেখেন, ‘আবিরের এ অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। তাঁর মৃত্যুর সংবাদ আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁর পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দিন এবং তাঁকে বেহেশত নসীব করুন, আমিন।’

আবিরের ভাই জাহিদুল ইসলাম বলেন, ‘এক আত্মীয়ের মাধ্যমে আবিরের মৃত্যুর বিষয়টি জেনেছি। বাকি প্রক্রিয়াগুলো কি করা যায় সেটা নিয়ে কাজ চলছে।’

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এরকম বিষয় এখনো আমাদের কাছে আসেনি। খোঁজ নিচ্ছি।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে