হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পর্নোগ্রাফি মামলায় বাদীর সাবেক স্বামী কারাগারে 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পর্নোগ্রাফির মামলায় বাদীর সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গতকাল সোমবার রাতে আসামির সাবেক স্ত্রী বাদী হয়ে পর্নোগ্রাফির আইনে থানায় মামলাটি দায়ের করেন। 

গ্রেপ্তার ইউসুফ আলী (৪০) আড়াইহাজার উপজেলার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বাদীর দায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়,  আসামি ও ভিকটিম ২০১৩ সালে বিয়ে করেন। তাদের নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চার বছর আগে ইউসুফ আলী বিদেশে যাওয়ার পর স্ত্রী ও সন্তানের ভরণপোষণ দিতেন না। একপর্যায়ে স্ত্রী বিবাহ বিচ্ছেদ করে নিজের বাবার বাড়ি চলে আসেন। অন্যদিকে তালাকের নোটিশ পাওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি–ধামকি দিয়ে আসছিল ইউসুফ। সম্প্রতি তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু