হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পর্নোগ্রাফি মামলায় বাদীর সাবেক স্বামী কারাগারে 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পর্নোগ্রাফির মামলায় বাদীর সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গতকাল সোমবার রাতে আসামির সাবেক স্ত্রী বাদী হয়ে পর্নোগ্রাফির আইনে থানায় মামলাটি দায়ের করেন। 

গ্রেপ্তার ইউসুফ আলী (৪০) আড়াইহাজার উপজেলার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বাদীর দায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়,  আসামি ও ভিকটিম ২০১৩ সালে বিয়ে করেন। তাদের নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চার বছর আগে ইউসুফ আলী বিদেশে যাওয়ার পর স্ত্রী ও সন্তানের ভরণপোষণ দিতেন না। একপর্যায়ে স্ত্রী বিবাহ বিচ্ছেদ করে নিজের বাবার বাড়ি চলে আসেন। অন্যদিকে তালাকের নোটিশ পাওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি–ধামকি দিয়ে আসছিল ইউসুফ। সম্প্রতি তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ