গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার দুপুর ১টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর রেলস্টেশনে রেখে ইঞ্জিনটি গিয়ে কমিউটার ট্রেনটি উদ্ধার করে শ্রীপুর রেলস্টেশনে নিয়ে আসে। বর্তমানে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর লাইনে দাঁড় করানো হয়েছে। এরপর ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।’
উল্লেখ্য, শনিবার বালা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।