হোম > অপরাধ > ঢাকা

টাঙ্গাইলে মাদক কারবারির বাড়ির পাশে মিলল যুবকের মরদেহ, আটক ২ 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে এক নারী মাদক কারবারির বাড়ির পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা ওই মাদক কারবারির বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে।

এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে বলে জানিয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি। 

পুলিশ বলছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতে মাদক সেবন নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আজ শনিবার সকালে উপজেলার পাথরাইল ইউনিয়নের গাদতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম রায়হান (২০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের নলুয়া গ্রামের আজাহার আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল-গাদতলা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। মরদেহের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হয়, রায়হানকে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। এ ঘটনার পর থেকে মাদক কারবারি ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। 

স্থানীয়দের দাবি, মর্জিনা একজন চিহ্নিত মাদক কারবারি। পুলিশ মাঝেমধ্যেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে আদালত পাঠায়। কিছুদিন পরে তিনি জামিনে ছাড়া পেয়ে আবার কারবার শুরু করেন। তাঁর স্বামীও মাদক কারবার করতেন। তিনি মারা গেছেন। এখন তাঁদের তিন ছেলেও মাদক কারবারের সঙ্গে জড়িত।

নিহত রায়হানের পরিবার বলছে, রায়হান বিকেলে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেননি। সকালে তারা জানতে পারে, এক নারী মাদক কারবারির বাড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়েছে।

এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে মাদক সেবন নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পরে মাদক কারবারি মর্জিনার বাড়ির সামনে ফেলে রাখা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা নারী মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।’

আগারগাঁওয়ে সরকারি কোয়ার্টারে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

মাদারীপুরের ৩টি আসন: বিভক্ত বিএনপি, এগিয়ে জামায়াত

মিরপুরে খাঁচা থেকে বেরিয়ে এল সিংহী, আর চিড়িয়াখানা থেকে দর্শনার্থীরা

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০