হোম > সারা দেশ > গাজীপুর

জিসিসি নির্বাচনে নিজের ও মায়ের নামে মনোনয়ন ফরম নিলেন জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে মেয়র পদে নিজের ও নিজের মায়ের নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলম। আজ বুধবার বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, বুধবার মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩ জন প্রার্থী। তারা হলেন—গাজীপুর মহানগরীর কানাইয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম, একই গ্রামের শামসুল ইসলামের মেয়ে জায়েদা খাতুন ও ধীরাশ্রম এলাকার ইউসুফ আলীর ছেলে অলিউর রহমান। তাদের মধ্যে জায়েদা খাতুন মো. জাহাঙ্গীর আলমের মা। 

জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আমি আরেকবার পরীক্ষা দিতে প্রস্তুত। নির্বাচনে সাধারণ জনগণকে যে ওয়াদা দিয়েছিলাম, তিন বছরের মধ্যে আমাকে বরখাস্ত করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বাকি কাজ শেষ করতে আমি চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি। এ লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে মনোনয়ন ফরম তুলেছি। এ ছাড়া মায়ের নামেও আমি মনোনয়ন ফরম তুলেছি।’ আগামীকাল বৃহস্পতিবার তিনি নিজে ও তার মা দুজনেরও মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা রয়েছে। 

দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ার পর থেকেই জাহাঙ্গীর আলমের বিভিন্ন সময়ের বক্তব্যে দলের বিদ্রোহী প্রার্থী হওয়ার আভাস পাওয়া যাচ্ছিল। মনোনয়ন সংগ্রহের মাধ্যমে সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলমের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত। ফলে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা দাঁড়াচ্ছে দুজন। 

জাহাঙ্গীরের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, জনগণের সহানুভূতি থাকায় তিনি নির্বাচনের চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি। তবে দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে কোনো চাপ এলে বা কোনো প্রতিকূল অবস্থা সৃষ্টি হলে তার বিকল্প হিসেবে জাহাঙ্গীর আলমের মাকে নিয়েই মাঠে নামবেন তাঁর কর্মী সমর্থকেরা। সে জন্য তাঁর মা জায়েদা খাতুনও নির্বাচনে অংশ নিতে সম্মত হয়েছেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির